প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ
অ ভা ব; -মুহম্মদ মহসীন

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
অ ভা ব
-মুহম্মদ মহসীন, মেহেরপুর।
অভাব মানে খোঁজ রাখেনা
খুব কাছের লোক
যন্ত্রণা সব মিছিল করে
বাঁধন ছেঁড়া শোক
স্বার্থের কাল জোক।
অভাব মানে আপন জনে
দেয়না বুঝি ছাড়
বিশ্বাস গুলো মাংস ছাড়া
কষ্ট স্মৃতির হাড়
জীবন হারা দাঁড়।
অভাব মানে আস্থা গুলোর
টানা পোড়েন রোজ
আপন মানুষ নেইনা সেতো
সত্যিই হায় খোঁজ
বন্ধু করেন মোজ।
অভাব মানে স্বভাব গুলো
হিজড়ার হাত তালি
বৌ এর মুখে সন্ধ্যা সকাল
কথার সাত তালি
অসভ্যে র গাল গালি।
★ মুহম্মদ মহসীন/ ২/১২/২২/ মেহেরপুর।
Copyright © 2025 Meherpur Chitra. All rights reserved.